জানুয়ারী ১৯৭০ সালে ঢাকার হোটেল ইডেনে ইসলামী ছাত্র সংঘের সম্মেলনে মাওলানা উপস্থিত হয়ে আসরের শুরুতে মাওলানা মওদূদী (রহ.) বলেনঃ আবদুল মালেক মরহুমের শাহাদাতের পর এটাই আমার প্রথম ঢাকা আগমন। তাই প্রথমে আমরা ফাতিহা পাঠ করে মরহুম আবদুল মালেকের জন্যে মাগফিরাতের দোয়া করতে চাই। ফাতিহা পাঠের পর মাওলানা (রহ.) শহীদ আব্দুল মালেকের জন্য দোয়া করেন.... #August15#WeAreAbdulMalek#IslamicEducationDay